তার মনে একটুখানি জায়গা পাওয়া, দ্বিতীয় কথা
৩১ জুলাই ২০০৯, এর মাঝে বেশ কয়েকদিন কেটে গিয়েছে। প্রিয়ার সাথে কথা বলবার আর সুযোগ মেলেনি। চেষ্টা যে করিনি তা নয়। কিন্তু বউদি তাকে নিয়ে সময় বের করতে পারিনি। আর তাছাড়া, তাদেরকেও দোষারোপ করতে পারছিলাম না। গ্রামে একটা মেয়ে অন্য একজনের ফোন দিয়ে কথা বলবে সেটা খুব কঠিন বিষয় ছিল তখন। আর যদি কোন প্রতিবেশী কিংবা পরিচিত জনের সামনে যদি এ দৃশ্য ধরা পড়ে তবে আর রক্ষা নেই। আবারও মনে করিয়ে দিই, সময়টা ছিল ২০০৯ সাল। গ্রামাঞ্চলে সব জায়গায় তখনও মোবাইল পৌঁছায়নি। খুব চিন্তা হচ্ছিল আমার। হয়ত আগামী দু'এক দিনের মধ্যে বউদি বাবার বাড়ি থেকে শশুরবাড়ি ফিরে আসবে। যদি এর মধ্যে কথা বলবার সুযোগ না হয় তবে আর কবে সুযোগ হবে কেউ জানেনা। দুপুরে বউদি ফোন করে বলেছিল আজ বিকালে কথা বলবার সুযোগ হতে পারে। তুমি ফোনটা কাছে রেখো। বিকাল ৪ঃ১০ মিনিটে বউদি ফোন করল। আমার প্রিয়ার সাথে এই নিয়ে দ্বিতীয় বার কথা হল আমার। আজ খুব শান্ত ভাবে কথা বলছিল ও। গতবারের মত সেই উচ্চস্বর আর নেই। মনে হচ্ছিল আমি ওর অনেক দিনের চেনা। কুশল বিনিময় আর পড়াশোনার বিষয় নিয়ে কথা শেষ হবার পর প্রিয়াকে বললাম, আমিঃ আচ্ছা আমার বিষয়ে কি ভাবলে? প্রিয়াঃ দেখুন য...