Posts

Showing posts from March, 2012

দূর্গাপূজার নবমী, প্রিয়ার সাথে তৃতীয় কথা

Image
২৭ সেপ্টেম্বর ২০০৯, প্রিয়ার সাথে আমার দ্বিতীয়বার কথা হয় জুলাইয়ের ৩১ তারিখে। প্রায় দুমাস হতে চলেছে। একটা দিনের জন্যও তাকে ভুলতে পারিনি। পড়তে বসলে বইয়ের পাতায় তার মুখ ভেসে উঠে। যখন চুপচাপ শুয়ে থাকি মনে হয় সে কানের কাছে এসে ফিস ফিস করে কথা বলছে।  স্বপ্ন দেখি, প্রিয়া আর আমি তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছি। আর সে আলতো করে তার মাথাটা আমার কাঁধে রেখে বসে আছে। দক্ষিণা বাতাসে তার এলো চুলগুলো বার বার আমাকে বলছে, এইতো আমি খুব কাছে আছি! প্রিয়ার চুল অনেক লম্বা, কোমর ছাড়িয়ে। লম্বা চুল আমার ভীষণ পছন্দের। গত দুমাসে বউদি একবার গোবরাতে (উনাদের গ্রামের নাম) গিয়েছে। কিন্তু ছিলেন মাত্র ২ দিন। এই দুদিনে প্রিয়ার সাথে আমার কথা বলবার সুযোগ হয়নি। যখন প্রিয়ার সুযোগ হয়, তখন আমার সুযোগ হয়না। আবার যখন আমার সুযোগ হয় তখন প্রিয়ার সুযোগ হয়না। সে সময় আমার নিজের ফোন ছিলনা। বাড়ির ফোন দিয়ে কথা বলতাম। বাড়ির ফোন হওয়াতে সব সময় সাথে রাখা সম্ভব ছিলনা।  আজ দূর্গাপূজার নবমী চলছে। দাদা বউদি ওখানে গিয়েছে গতকাল। আমি অপেক্ষায় আছি, আমার প্রিয়ার সাথে আমার কথা হবে। তাই বাড়ির ফোনটাও কাছে রেখে...